
KKR-র ভেঙ্কটেশের কত সম্পত্তি জানেন? ক্রিকেট খেলতে দিয়েছেন বিরাট বলিদান!
কলকাতা নাইট রাইডার্সদের অন্যতম ভরসা তিনি। বিগত মরসুমগুলিতে দলের হয়ে পরিশ্রমের ফল, হাতেনাতে পেয়েছেন নভেম্বরের IPL নিলামেই। চলতি মরসুমে তিনি KKR-র সবচেয়ে দামি প্লেয়ার। নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার প্রসঙ্গ শুরু হচ্ছে? হ্যাঁ, মধ্যপ্রদেশের উচ্চশিক্ষিত প্রতিভা তথা KKR-র বিধ্বংসী অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) ক্রিকেট জগতে পা রাখা কিন্তু মায়ের হাত ধরেই। একবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে…