মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। জখমদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঠাকুরপুকুর বাজারের কাছে ডিএইচ রোডে তাঁর গাড়ি (ডব্লিউবি ০২এবি ৭৭৩৭৭) বেশ কয়েক জন পথচারীকে ধাক্কা দেয়। কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ-পশ্চিম (বেহালা) রাহুল দে আনন্দবাজার ডট কমকে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে ঢুকে যায় একটি গাড়ি। ঘটনায় গুরুতর জখম হন ছয় জন। তাঁদের মধ্যে চার জনকে ভর্তি করানো হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার রোডের অন্য একটি বেসরকারি হাসপাতালে। ওই গাড়ির চালকের আসনে সিদ্ধান্ত ছিলেন।
বিকেলে জানা যায়, আশঙ্কাজনক দু’জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার পরই গ্রেফতার করা হয় সিদ্ধান্তকে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে। যদিও এরই মাঝে ভুয়ো খবর ছড়ায়, জামিনে মুক্ত অভিযুক্ত পরিচালক!