KKR-র ভেঙ্কটেশের কত সম্পত্তি জানেন? ক্রিকেট খেলতে দিয়েছেন বিরাট বলিদান!

কলকাতা নাইট রাইডার্সদের অন্যতম ভরসা তিনি। বিগত মরসুমগুলিতে দলের হয়ে পরিশ্রমের ফল, হাতেনাতে পেয়েছেন নভেম্বরের IPL নিলামেই। চলতি মরসুমে তিনি KKR-র সবচেয়ে দামি প্লেয়ার। নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার প্রসঙ্গ শুরু হচ্ছে? হ্যাঁ, মধ্যপ্রদেশের উচ্চশিক্ষিত প্রতিভা তথা KKR-র বিধ্বংসী অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) ক্রিকেট জগতে পা রাখা কিন্তু মায়ের হাত ধরেই।

একবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা স্বীকার করেছিলেন ভেঙ্কি। খেলোয়াড় জানিয়েছিলেন, মা পাশে ঢাল হয়ে না দাঁড়ালে হয়তো কোনও বেসরকারি কোম্পানিতে কাজ করেই জীবন চালাতে হতো। মায়ের জন্যই ক্রিকেট জগতে এত নাম, খ্যাতি। সবকিছুই গর্ভধারিণীর দৌলতেই। এ মরসুমেও নিজের হাত খুলতে শুরু করেছেন আইয়ার। তবে KKR-র হয়ে IPL-এ পরিচিতি পাওয়া এই খেলোয়াড়ের ব্যক্তিগত সম্পত্তি কত জানা আছে ?

রিটেনশন তালিকা থেকে বাদ পড়ায় কান্নায় ভেঙে পড়েন ভেঙ্কি

গত বছর কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকা থেকে বাদ পড়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। বন্ধু রিঙ্কু, রমণদীপদের মাঝে জায়গা হয়নি তাঁর, একথা ভেবেই একেবারে কান্নায় ভেঙে পড়েছিলেন আইয়ার। তবে ছবিটা বদলে যায় নভেম্বরের মেগা নিলামের পরই। অকশন টেবিল থেকে ভেঙ্কটেশ আইয়ারকে 23.75 কোটির মোটা অঙ্ক দিয়ে কিনে নেয় কলকাতা। যদিও পরবর্তীতে আইয়ার জানিয়েছিলেন, তিনি যে এত টাকা পাবেন, তা কখনও কল্পনাতেও আসেনি তাঁর।

ভেঙ্কটেশ আইয়ারের ব্যক্তিগত সম্পদ

ভারতীয় দলের হয়ে ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের অন্যতম যোদ্ধা উচ্চশিক্ষিত ভেঙ্কটেশ আইয়ারের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ কত তা জানেন না অনেকেই। সেই সূত্রেই বলে রাখি, IPL 2025 মরসুমে 20 লাখের প্লেয়ার থেকে একেবারে 23.75 কোটির এন্ট্রির দৌলতে বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ অনেকটাই বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *